ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যার বিচার চেয়ে গ্রাফিতি আঁকা হয়েছিলো।
সেই গ্রাফিতির উপর ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজ হাতে তার অভিনীত একটি ছায়াছবির বিজ্ঞাপন পোস্টার লাগিয়ে দিয়েছে।
সম্প্রতি অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজ হাতে তার ছায়াছবির বিজ্ঞাপন পোস্টার লাগানোর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, আট বছর পেরিয়ে গেল আমরা তনু হত্যার বিচার পাই নি। গ্রাফিতির উপর অভিনেত্রী মেহজাবিনের পোস্টার লাগানোর ঘটনায় তীব্র নিন্দা জানাই। একজন অভিনেত্রী হয়েও তিনি এই কাজটি কিভাবে করতে পারলেন।
এদিকে, ‘ভিক্টোরিয়া কলেজ হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করলে সেখানে বিরূপ মন্তব্য করেন শিক্ষার্থীরা। রিদিয়া অলিন নামের এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘এটা একটু বেশি অতিরিক্ত হয়ে গেছে, ছবিটা কিসের জেনে নিয়ে তারপর তার প্রচার করা উচিত ছিলো। দেশের যে কি হবে।’ আরেক মন্তব্যকারি লিখেছেন, হয়তো খেয়াল করেনি, ভুলে লাগিয়েছে।
এদিকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিচে গিয়ে লাগানো পোস্টারটি ছিঁড়ে ফেলেন। এবং নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ঘটনাটি নিয়ে অনুতপ্ত হয়ে পোস্ট করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ রাতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ কুমিল্লা সেনানিবাস থেকে উদ্ধার করা হয়। ঘটনার আট বছর পার হয়ে গেলেও এখনো মেয়ে হত্যার বিচার পায়নি তনুর পরিবার।