কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার তিতাস থানার ওসি মামুনুর রশিদ বলেন, সোমবার রাত ১১টায় উপজেলার শাহপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মো. রিপন মিয়া (৪৮) ওই এলাকার বাসিন্দা। ওসি মামুনুর রশিদ বলেন, রিপনকে তার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন ও দুইটি বুলেট উদ্ধার করা হয়। “গ্রেপ্তার পর রিপনকে তিতাস থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এছাড়া উদ্ধার হওয়া অস্ত্র হস্তান্তর করা হয়েছে। তিনি ডাকাতি ও মারামারিসহ তিনটি মামলার আসামি।”গ্রেপ্তার রিপনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।