দেশকে উন্নত করতে হলে আমাদের মানব সম্পদ অর্জন করতে হবে

তিতাসে স্থানীয় সরকার মন্ত্রী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

উন্নত বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দেশে মানব সম্পদ তৈরি করতে হবে। দেশর উন্নয়নের লক্ষ্যে যে কেউ দেশ বিদেশ থেকে সম্পদ অর্জন করে দেশের উন্নয়ন করতে পারে। হউক সে দিনমজুর, কুলি, ধনী অথবা গরীব। আসুন সবাই মিলে দেশের উন্নয়নের লক্ষে নীজেকে বিলিয়ে দেই।
কুমিল্লা তিতাসের লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।
শুক্রবার দুপুর ১২টায় লালপুর উচ্চ বিদ্যালয় মঠে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আতিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা ৬-আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-২ তিতাস -হোমনা আসনের সাংসদ সেলিমা আহমাদ মেরী, কুমিল্লা জেলা প্রশাসক মো. শামিম আলম, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বাবলু।
তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী মো.মহসিন,তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ,দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন,তিতাস উপজেলা আ’লীগের সভাপতি শওকত আলী,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান , কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন বাবু কড়িকান্দি ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার,জিয়ার কান্দি ইউনিয়ন চেয়ারম্যান হাজ্বী আলী আশরাফ। জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন পলাশ, দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউছুফ সেইন প্রমুখ ।