দেশকে এগিয়ে নিতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে: এমপি শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

চাঁদপুর প্রতিনিধি  : চাঁদপুর-৪ আসনের এমপি মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণে পদ্মাসেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। দেশ এগিয়ে যাচ্ছে, দেশকে আরো এগিয়ে নিতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের বিষয়ে তৃণমূল থেকে প্রতিটি স্তরের আওয়ামী লীগের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। কারণ, ’৭৫-এর ঘাতকরা এখনো নানাভাবে দেশের ক্ষতি, শেখ হাসিনার ক্ষতি ও আওয়ামী লীগের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে।

শনিবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন এমপি মুহম্মদ শফিকুর রহমান। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পদ্মাসেতু নিয়ে এমপি শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের পর বাঙালি জাতির সবচেয়ে গৌরবোজ্জ্বল যেই কৃতিত্ব পদ্মাসেতু, তা নিয়ে নির্মাণ-পূর্ব সময় থেকে অদ্যাবদি ষড়যন্ত্র চলছেই। তাদের কাছে দেশের উন্নয়ন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এসব ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূইয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।