দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহীর মানুষ। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষ।

বুধবার সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত রোববার সকালে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সূর্যের দেখা মিলেছে। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে উত্তরের হিমেল হাওয়া বইতে থাকায় শীত বেড়েছে।

এদিকে, তীব্র শীতে কাহিল মানুষজন ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮ গুণ। অনেকে ভিড় করছেন গরম কাপড়ের দোকানে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ জীবিকার তাগিদে বের হয়ে শীতে কষ্ট পাচ্ছেন।