‘ধোনি ভারতের সর্বকালের সেরা সম্পদ’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

বিশ্বকাপজয়ী সাবেক কোচ গ্যারি কার্স্টেন ভারতের সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভূয়সী প্রশংসা করেছেন।

৫৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান এই সাবেক তারকা ওপেনার আরও বলেন, একজন অধিনায়ক হিসেবে ধোনির  মানসিকতা ছিল সর্বদা প্রথমে দলের দিকে নজর দেওয়া এবং দল কীভাবে উন্নতি করতে পারে তা দেখা। কীভাবে আরও বেশি ট্রফি দেশ আনতে পারে। দলের সবার ‘পালস’ বুঝে সবার সঙ্গে মিলেমিশে বিশেষ করে জুনিয়র খেলোয়াড়দের উৎসাহিত করার ব্যাপারে ধোনির জুড়ি মেলা ভার।

কার্স্টেন বলেন, তরুণ প্লেয়ারদের সঠিকভাবে গাইড করা। দলে এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে জুনিয়র খেলোয়াড়রা সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে আরও ভালো পারফর্ম করতে পারেন। ধোনি সব সময় সেদিকে নজর রাখতেন। সিনিয়র-জুনিয়র সবার সঙ্গে ধোনি এক অদ্ভুত সুসম্পর্ক সব সময় দলকে ভালো থেকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করত।

তিনি আরও বলেন, বিশ্বকাপ জয়ী একজন অধিনায়কের মধ্যে যা যা গুণ থাকা দরকার ধোনির মধ্যে তার সবই ছিল। আর সেই গুণই দেশকে ২০১১ সালে বিশ্বকাপ নিয়ে আনতে বিশেষ ভাবে সাহায্য করেছে।

ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গে কার্স্টেন বলেন, আমি মনে করি দারুণ পরিণত ব্যাটিং করছেন হার্দিক। চাপের মধ্যেও অসাধারণ পারফর্ম করেছে।