নাঙ্গলকোটে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নাঙ্গলকোট প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, নাঙ্গলকোট থানা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালুর সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল লোটাস এমপি।
উপজেলা উপসহকারী কৃষি কর্মকতা জোনায়েদ হোসেনের সঞ্চালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি রফিকুল হোসেন, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, আবুল খায়ের আবু, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম আক্তার, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন, আ’লীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, নাঙ্গলকোট পৌর সভা আ’লীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওমর ফারুক মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এছাড়া, জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।