নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু!

নাঙ্গলকোট প্রতিনিধি ।। 
প্রকাশ: ২ years ago

কুমিল্লার নাঙ্গলকোটে বালতির পানিতে ডুবে মিনহাজ (১) শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির বাহুড়া গ্রামের হাজী বাড়িতে এই ঘটনা ঘটেছে। মিনহাজ হাজী বাড়ির শহিদুল্লাহর পুত্র।

স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুর ২ টার দিকে পরিবারের সবাই খাবার খাওয়ার সময় ঘরের সামনে খেলতে গিয়ে বৃষ্টির পানি জমে থাকা বালতিতে উপুড় হয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়।

পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম (১২) ঘটনা দেখে চিৎকার করলে স্হানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়ে নিশ্চিত করে জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খোন্দকার বলেন, ঘটনা সম্পর্কে জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

নাঙ্গলকোট থানার পুলিশ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায় নি।