নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের উত্তর মাহিনী গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমিন ভূঁইয়ার নামে উপজেলার মাক্রবপুর-কাজী জোড়পুকুরিয়া-উত্তর মাহিনী-শরীফপুর সড়কের নামকরণের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার দুপুরে স্থানীয় মাহিনী তালতলা বাজারে অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রনেতা রহমাতুল্লাহ রাহতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাষ্টার রফিকুল ইসলাম মজুমদার।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মোমিনের বড় ছেলে নুরুল আমীন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ, উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক, বীর মুক্তিযোদ্ধার মেজ ছেলে লন্ডন প্রবাসী ইঞ্জিনিয়ার রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা পল্লী বিদ্যুৎ ডি জি এম মোঃ কামাল পাশা, এ জি এম (কম) শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবুল কাশেম, সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ।