নাঙ্গলকোটে ৩২ ভূমিহীন পরিবারে ঘর ও জমি হস্তান্তর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নাঙ্গলকোট প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর ও জমি পেলেন ভূমিহীন ও গৃহহীন ৩২ পরিবার। মঙ্গলবার সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালী উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন পরিবারের মাঝে এসব ঘরের চাবি ও দলিল আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এ উপলেক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক অধ্যাপক জয়নাল আবেদিন, নাঙ্গলকোট পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা আ’লীগ যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক আবু, পল্লী বিদ্যুৎ এ.জি.এম শহিদুল ইসলাম, উপজেলা আ’লীগ উপদেষ্টা পেরিয়া ইউপি চেয়ারম্যান এম এ হামিদ, রায়কোট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাব সহ-সভাপতি এ.এইচ.এম আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিব শতবর্ষে ভূমিহীনদের নিজস্ব বাসস্থানের ঠিকানা করে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী আশ্রায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। “আশ্রায়নের অধিকার, শেখ হাসিনার উপহার” মুজিব বর্ষে এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় সরকারী খাস জমিতে ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণের কাজ শুরু করেন। নাঙ্গলকোটে ১ম ও ২য় পর্যায়ে ১৫৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে মুজিব বর্ষের ঘর প্রদান করা হয়েছে। ৩য় পর্যায়ে মঙ্গলবার ৩২ পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। এছাড়া এ উপজেলায় পরবর্তীতে আরো ১০টি পরিবারকে গৃহ প্রদান করা হবে।