নাঙ্গলকোট সরকারি কলেজ অধ্যক্ষের উপর সন্ত্রাসী হামলা

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ২ years ago

কলেজ মিটার থেকে বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম নুরুল আফসারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর ২টার দিকে কলেজ মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বের হলে শতাধিক মুসল্লিদের সামনে প্রকাশ্যে নাঙ্গলকোট বাগান বাড়ির শাহাব উদ্দিন শাহিন এ হামলা করে। অভিযুক্ত শাহীন কলেজের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে দীর্ঘদিন যাবৎ গোল্ডেন টাইম রিসোর্ট নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে বলে দাবী কলেজ কর্তৃপক্ষের। ওই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় গোল্ডেন টাইম রিসোর্টের মালিক শাহিন ক্ষিপ্ত হয়ে এ হামলার ঘটনা ঘটায়। অভিযুক্ত শাহীনকে নাঙ্গলকোট থানা পুলিশ আটক করে জিজ্ঞাসা বাদের জন্য থানায় নিয়ে যায়। এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম নুরুল আফসার বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের কলেজ মিটারে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসায় আমরা বিদ্যুৎ লাইন চেক করে দেখতে পাই কলেজ মিটার থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে পাশ্ববর্তী গোল্ডেন টাইম রিসোর্ট তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। সোমবার দুপুরে কলেজ মসজিদ থেকে জোহরের নামাজ শেষ করে বের হলে হঠাৎ করে শাহিন এসে মুসল্লিদের সামনে বলতে থাকে অধ্যক্ষ কে? আমি বলি কি ব্যাপার, তখন সে বলে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছে কে? এ কথা বলেই শাহিন আমার উপর আক্রমণ করে, মারধর করে। আমি এ ব্যাপারে থানায় গিয়ে লিখিত অভিযোগ করি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।