নাঙ্গলকোট সরকারি কলেজ অধ্যক্ষের উপর হামলার ঘটনায় মানববন্ধন

নাঙ্গলকোট প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মিটার থেকে বিদ্যুৎ চুরি করার ঘটনা জানতে পেরে কলেজ কর্তৃপক্ষ লাইন বিচ্ছিন্ন করায় অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ টি এম নুরুল আফসারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে কলেজ মূল পটকে বিভিন্ন রকম স্লোগান সম্বলিত ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করে কলেজ শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা অধ্যক্ষের উপর হামলাকারী নাঙ্গলকোট বাগান বাড়ির দ্বীন মোহাম্মদের ছেলে শাহাব উদ্দিন শাহিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, নাঙ্গলকোট বাগান বাড়ির সাহাব উদ্দিন শাহিন কলেজের মিটার থেকে বিদ্যুৎ চুরি করে দীর্ঘদিন যাবৎ গোল্ডেন টাইম রিসোর্ট নামে একটি রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে। কলেজের বৈদ্যুতিক মিটারে অস্বাভাবিক বিল আসায় কলেজ কর্তৃপক্ষ লাইন চেক করে দেখতে পায়, কলেজ মিটার থেকে বৈদ্যুতিক লাইন নিয়ে পাশ্ববর্তী গোল্ডেন টাইম রিসোর্ট তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। পরে কলেজ কর্তৃপক্ষ ওই অবৈধ লাইন বিচ্ছিন্ন করে দেয়। সোমবার দুপুরে কলেজ মসজিদ থেকে জোহরের নামাজ শেষ করে বের হলে গোল্ডেন টাইম রিসোর্ট মালিক শাহিন এসে কলেজ অধ্যক্ষকে খোঁজ করে, এসময় কলেজ অধ্যক্ষ মসজিদ থেকে বের হলে শাহিন তার রিসোর্টের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করছে কে বলেই শতশত মুসল্লির সামনে অধ্যক্ষকে মারধর করে। এঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শাহীনকে আটক করে আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে প্রেরণ করে।