নোয়াখালীতে ডিবি পুলিশ পরিচয়ে দোকান লুট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নোয়াখালীর সুবর্ণচরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বেশ কয়েকটি দোকান লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ৭ নম্বর পূর্ব চরবাটা ইউনিয়নের ঘোষফিল্ড বাজারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও বাজার কমিটির নেতা দিদারুল আলম দিদার বলেন, ভোরে অস্ত্রধারী ছয় ডাকাত নিজেদের ডিবি পরিচয় দিয়ে বাজারের দুই পাহারাদারকে বেঁধে লুটপাট চালায়। এ সময় তারা বাজারের মুদি, ইলেকট্রিক, গার্মেন্টস, ভ্যারাটিজ স্টোর, ডেকেরেটর ও স্বর্ণের দোকান থেকে নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল ও দুটি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা ডিবি পরিচয় দিয়ে ৬-৭ দোকানের সাড়ে তিন থেকে চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।