প্রতীক পেয়ে প্রচারনা মাঠে নামলে নেমেছে কুসিকের মেয়র প্রার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পরপরই প্রচারণা শুরু করে দিয়েছেন মেয়র ও কাউন্সিলররা। শুক্রবার (২৮ মে) সকাল ১০টার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন নগরীর ২১ নং ওয়ার্ডের নোয়াগাঁও চৌমুহনী থেকে। এসময় মিছিল করে নেতাকর্মী নিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাতের প্রচার বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার আছরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এছাড়া বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে প্রচারণায় বের হয় নৌকার প্রার্থী। অন্যদিকে সিটি করপোরেশনের সদ্য বিদায়ী মেয়র মো. মনিরুল হক সাক্কু জুমার নামাজ পড়ে নানুয়া দিঘির পাড়ের বাসায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচনের কৌশল ঠিক করেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মো. কবির হোসেন এদিকে কুসিক নির্বাচনে প্রতীক পাওয়ার পরই নেতার্মীদের নিয়ে নিজ নিজ ওয়ার্ডে জড়ো হতে দেখা গেছে কাউন্সিলর প্রার্থীদের।