প্রসঙ্গ যখন হিজাব ও টিপ – শাহাজাদা এমরান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

হিজাব ও টিপ পরা যে কোন নারীরই ব্যক্তিগত বিষয়। দুটিই নারীর অলংকার তবে সার্বজননীন নয়।
যারা টিপ পরতে পছন্দ করে তারা টিপ পরবে আর যারা হিজাব পরতে পছন্দ করে তারা হিজাব পরবে। এতে কেউ বাধা দিলে তা অপরাধের পর্যায়ে পড়ে।
কিন্তু আমার ক্ষুদ্র মনে একটি প্রশ্ন জেগেছে , একটি টিপ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে আমাদের উচ্চ পর্যায় পর্যন্ত টিপ পরে টিপ বাধাদানকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে (এই প্রতিবাদের পক্ষে আমিও) ঠিক হিজাব নিয়ে যখন একই ঘটনার পূনরাবৃত্তি ঘটে তখন কেন এমন প্রতিবাদ গর্জে উঠে না।
হিজাব নিয়ে আমাদের পাশ্র্বববর্তী দেশে প্রতি নিয়ত সেখানকার নারীরা অপমান অপদস্ত হচ্ছে। কই আমরা তো এমন বিদ্রোহী মনোভাব পোষন করি না।
আসুন, আমরা সহনীয় হই।এক চোখা না হই। টিপ যেমন নারীর অলংকার ঠিক হিজাবও নারীর ভূষণ । উভয়টিই আমরা নারীদের উপর ছেড়ে দেই।
আজ যেমন টিপের বিরুদ্ধে সারা দেশে গর্জে উঠেছেন ( গর্জে উঠাদের বিরুদ্ধে আমি নই) ঠিক যখন কেউ হিজাবের বিরুদ্ধে কথা বলবে তখন যেন আমাদের প্রতিবাদ একই রকম থাকে।
অতএব , সাধু সাবধান !
লেখক : সাংবাদিক , সংগঠক ও মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক।