‘ফুটবল বিশ্ব একজন নায়ককে হারাল’

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেওয়ানডস্কি।

পেলেকে নিয়ে এক টুইটবার্তায় রবার্ট লেখেন, আপনি শান্তিতে ঘুমান, চ্যাম্পিয়ন। স্বর্গে একটি নতুন তারকা আছে এবং ফুটবল বিশ্ব একজন নায়ককে হারাল।

ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার পেলের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।

এক বছরের বেশি সময় ধরে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা।

শারীরিক অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি পেলে। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন।

গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের বরাতে বিবিসি জানায়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পেলে। ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।