ফেনীতে অবৈধ পলিথিন মজুত করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ফেনী প্রতিনিধি :  ফেনী শহরের বড় বাজারে অবৈধ পলিথিন মজুত করায় তিন প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে নিষিদ্ধ পলিথিন মজুত করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ প্যাকেজিং, আবদুল হক ও ইসলাম প্লাস্টিক হাউজকে পরিবেশ আইন অনুযায়ী জরিমানা এবং সতর্ক করা হয়। অভিযানে ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক অবৈধ পলিথিন মজুতের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানার তথ্য নিশ্চিত করেছেন।