ফেনীতে নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় জরিমানা

ফেনী প্রতিনিধি ।।
প্রকাশ: ১ বছর আগে

অনুমোদনবিহীন রং ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় ভোক্তা অধিকার অধিদফতরের অভিযানে ফেনীর বিসিক রোড এলাকার এস.আর ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদফতর ফেনীর সহকারী পরিচালক (অ.দা) মো. কাউছার মিয়া।

ভোক্তা অধিকার অধিদফতর সূত্র জানায়, ফেনী সদর উপজেলার বিসিক রোড এলাকায় ভোক্তা অধিদফতরের অভিযানে এস.আর ফুড প্রোডাক্টসকে অন-অনুমোদিত রং ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করে। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার জন্য সর্তক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, ফেনী জেলার নিরাপদ খাদ্য অফিসার শামসুল আরেফিন। এছাড়া অভিযানে মডেল থানা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

ভোক্তা অধিকার অধিদফতর ফেনীর সহকারী পরিচালক (অ.দা) মো. কাউছার মিয়া অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করে বলেন, ভেজাল খাদ্য রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।