ফেনীতে ২৮ লাখ টাকা অনুদান পেল স্বেচ্ছাসেবী সংগঠন

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২ years ago

ফেনী জেলায় সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত ৩৬টি স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২১-২২ অর্থ বছরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনকে ২৮ লাখ টাকা বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান। সভাপতিত্ব করেন ফেনীস্থ সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে ৩৬টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা, ফেনী জেলা রোগী কল্যাণ সমিতিকে ১৪ লাখ টাকা, অপরাধী পুনর্বাসন সমিতিকে ১ লাখ টাকা ও সমন্বয় পরিষদকে ২ লাখ টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ৭৬ জনের তালিকা অনুমোদন করা হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।