ফেনী শহরকে যানজটমুক্ত করতে অভিযান, ২৬ অটোরিকশা আটক

ফেনী প্রতিনিধি :
প্রকাশ: ১ বছর আগে

ফেনী শহরে রেজিস্ট্রেশন ছাড়া সিএনজিচালিত অটোরিকশা ধরতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৪ অক্টোবর) প্রথমদিনেই ২৬টি অটোরিকশা আটক করেছে ট্রাফিক বিভাগ।

পুলিশ সূত্রে জানা যায়, শহর যানজটমুক্ত রাখতে গত ২০ অক্টোবর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, সাংবাদিক, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির বৈঠকে রেজিস্ট্রেশন ছাড়া অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভার পর ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। এসময় রেজিস্ট্রেশন ছাড়া কোনো সিএনজিচালিত অটোরিকশা শহরের অভ্যন্তরে চলাচল না করার জন্য বলা হয়।

ফেনী জেলা ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল আজিম জাগো নিউজকে জানান, শহরকে যানজটমুক্ত করার অভিযানের প্রথমদিনে ২৬টি রেজিস্ট্রেশন ছাড়া অটোরিকশা আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।