বই উৎসবে মাতল কুমিল্লার শিক্ষার্থীরা

রুবেল মজুমদার ।।
প্রকাশ: ১ বছর আগে

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে কুমিল্লার কয়েক লাখ শিক্ষার্থী।
১ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা নগরীসহ জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়।
কুমিল্লা সদর আসনের এমপি হাজী আকম বাহা উদ্দিন বাহার, জেলা প্রশাসক মোঃ শামীম আলম ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত পৃথক পৃথক ভাবে বই উৎসব উদ্বোধন করেন।

কুমিল্লা হাই স্কুলে প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, বছরের প্রথম দিনেই নতুন বই শিক্ষার্থীদের জন্য সরকারের উপহার। নতুন বই পাওয়ার আনন্দ নিয়ে শিক্ষার্থীরা সারা বছর পড়ালেখা করবে। তিনি বলেন, আগামী প্রজন্ম শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। তবেই এই প্রচেষ্টা সার্থক হবে।

হাজী আক্রাম উদ্দিন স্কুল এন্ড কলেজে বই বিতরণ উদ্বোধন করতে গিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেও বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিয়েছে।

নগরীর নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শামীম আলম বলেন,
সারাদেশের মতো কুমিল্লায় বই উৎসব পালন করছি। বছরের শুরুতে কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠান নতুন বই পাওয়াতে সকলে খুশি।বিশেষ করে নবাব ফয়জুন্নেছার ছাত্রীদের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যাচ্ছে।আশাকরি সকলে নতুন বই পেয়ে পড়াই মনোযোগী হবে।যারা কিছু বই পায়নি তাদের শীগ্রই স্ব স্ব প্রতিষ্ঠান দ্রুত বই বিতরণ করবে। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলি রহমান তিন্নি, জেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন,নবাব ফয়জুন্নেছা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার।

প্রথম দিনে কুমিল্লার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ কোটি ২৬ লক্ষ বই শিক্ষার্থীরা পেয়েছেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি।

প্রসঙ্গত, জেলা শিক্ষা অফিস সূত্র জানায় যায়,জেলার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ৮০ লাখ বই ইতোমধ্যে কুমিল্লায় পৌঁছেছে।
জেলার ২ হাজার ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১হাজার ৭শত ৪৬টি বেসরকারি কিন্ডারগার্ডেনের ৭ লাখ ৩৩ হাজার ৭৪১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ২৯ লক্ষ ২১হাজার ৯৫৮টি বই বিতরণ করা হয়।