রাকিবুল ইসলাম।।
কুমিল্লার বরুড়ায় গত ২৪ সেপ্টেম্বর উপজেলার আড্ডা ইউনিয়নে এক তরুণীকে তুলে নিয়ে জোরপূর্বক সংঘবদ্ধ চক্র ধর্ষণ করেছে।
মামলা সূত্রে জানা যায় উপজেলার আড্ডা ইউনিয়নের আল জামিয়াতুল আরাবিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা থেকে ভুক্তভোগী তার ভাতিজি এবং ভাগনীকে মাদ্রাসা ছুটি হলে সাথে নিয়ে বাড়ীর উদ্দেশ্য রওনা হয়। কয়েক গজ হাঁটার পর রিক্সার জন্য অপেক্ষা করে, সেখানে একদল যুবক এসে ভুক্তভোগী তার নাম, বাবার নাম, বাড়ী কোথায়, জিজ্ঞেস করে। পরে সে তার সকল উত্তর দেয়। তার সাথে থাকা ভাতিজি ও ভাগনীকে চকলেটের লোভ দেখিয়ে দূরে নিয়ে যায় এক যুবক। এইদিকে ভুক্তভোগীর মুখ চেপে ধরে ৫০০ গজ দূরে মালেক মাষ্টারের মেশিন ঘরে নিয়ে তার বোরকার মুখোশ দিয়ে তার হাত বেঁধে সংঘবদ্ধ চক্র ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিও চিত্র ফোনে ধারণ করে।
এই ঘটনায় ৩জনের নাম উল্লেখ করে বরুড়া থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। মামলা নং ০৭, ধারা – নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধীত/০৩) এর ৯(৩) তৎসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন২০১২ এর ৮(১) রুজু করা হয়। আসামীরা হলেনঃ ১.মোঃ মানিক (৩৩), পিতা-সফিক মিয়া, ২.মোঃ রুবেল (২৮), পিতা-দুলাল মিয়া, ৩. বাপ্পী (২৫), পিতা-বাচ্চু মিয়া সর্ব সাং-আড্ডা (বাইল্লার বাড়ী), ১২নং আড্ডা ইউনিয়ন সর্ব থানা-বরুড়া, জেলা-কুমিল্লা।
এই বিষয়ে বরুড়া থানা ওসি কাজী নাজমুল হক জানান মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের দ্রুত ধরতে অভিযান চলছে।