বরুড়া উপজেলা জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সুজন মজুমদার || 
প্রকাশ: ৪ দিন আগে

শুক্রবার (২৮ মার্চ) বরুড়া উপজেলা জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা রেড উইং রেস্টুরেন্টে আয়োজন করা হয়।
বরুড়া উপজেলা জাতীয়তাবাদী অফিসার্স ফোরামের আহবায়ক  নাসির উদ্দীন পাটোয়ারী সভাপতিত্বে ও সদস্য সচিব  আমজাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন।
কোরআন তেলোয়াত মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ হাসান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অফিসার্স ফোরামের ডাঃ নেওয়াজ শরীফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ রেজাউল হক রেজু,  জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহ আলম।
এই সময় উপস্থিত ছিলেন  পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন,  পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার জাফর ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ রাসেল,   উপজেলা ছাত্রদলের আহবায়ক  মোস্তাকিন পাটোয়ারী ও সদস্য সচিব লিটন পন্ডিত ও উপজেলা ছাত্রদল নেতা বজলুর রশিদসহ আরো অনেকে।
অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াস হোসাইন। ইফতার আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানে  সমাপ্তি ঘটে।