বরুড়ায় পোনামাছ অবমুক্ত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago
Exif_JPEG_420

বিল্লাল হোসেন ।। বরুড়ায় মৎস্য দপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের অভ্যন্তরীন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির আওতায় ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস এবং ঘনিয়া প্রজাতির মোট ৩৪৩ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুই, কাতলা, মৃগেল সহ বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারি কমিশনার (ভূমি) মেহেদী হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাসরিন সুলতানা তনু, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মো. আবদুস সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ। উক্ত কর্মসূচির আওতায় উপজেলার ১১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের মধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৭৮ কেজি, পৌর ভূমি অফিসের পৃথক ২টি পুকুরে ৬০ কেজি, কেন্দ্রীয় নৃ-সিংহ ও জগন্নাথ বাড়ী পুকুরে ২০ কেজি, হুরুয়া ইব্রাহিমিয়া তাজবীদুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা পুকুরে ৬০ কেজি, তলাগ্রাম আলেক বাবা সেবাশ্রম পুকুরে ২০ কেজি, রাজাপুর রাধা গোবিন্দ মন্দির পুকুরে ২৫ কেজি, এগারগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ পুকুরে ২০ কেজি, সাউদমারা বায়তুন নূর জামে মসজিদ পুকুরে ২৫ কেজি, বাগমারা উত্তরপাড়া ফোরকানিয়া মাদ্রাসা পুকুরে ১৫ কেজি এবং বেগম জহিরা মহিলা কলেজ পুকুরে ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে।