বর্ষার প্রথম দিনে আবহাওয়া অফিসের বার্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দেশের বাকি এলাকাগুলোতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও যে নেই, তাও কিন্তু নয়। কারণ আজ আষাঢ়ের প্রথম দিন। পুষ্প-বৃক্ষে, পত্রপল্লবে, নতুন প্রাণের সঞ্চার করে, নতুন সুরের বার্তা নিয়ে সবুজের সমারোহে আসছে বর্ষা।

এদিকে বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বভাসে আরো বলা হয়েছে, ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে আদ্রতা ছিল ৯০ শতাংশ।