বাঙ্গরায় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত

এন এ মুরাদ ।।
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এই পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুরাদনগরের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ জাহাঙ্গীর আলম সরকার বলেন, লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
শীতকালীন ক্রীড়া ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দেখে আমি অভিভুত। এমন আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে অগ্রনী ভূমিকা রাখবে।
শিক্ষকদের উদ্দ্যেশ্য করে তিনি আরো বলেন, আপনারা কারিকুলাম শিক্ষার মান উন্নয়ে কাজ করতে হবে । শিক্ষার মান উন্নত হলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে।

উমালোচন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু ইসহাক রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য তরিকুল ইসলাম দিপু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, বাঙ্গরা পুর্ব ইউনিয়নের চেয়ারম্যান শেখ জাকির হোসেন,
কোমম্পানিগঞ্জ পল্লিবিদ্যুতের ডিজিএম আবুল কালাম আজাদ,মুরাদনগর একাডেমিক সুপারভাইজার কুহিনুর বেগম, উত্তর জেলা সেচ্ছাসেবকলীগ সদস্য জাকারিয়া সরকার,

উমালোচন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শাহিনুর আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম সওদাগর, বাঙ্গরা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আকরাম।
উপজেলা তাতীলীগের সাবেক আহবায়ক নূরুদ্দিন রিপন, আহবায়ক আজিজুল হক, উপজেলা যুব মহিলালীগ নেত্রী মমতাজ বেগম প্রমুখ।