বাড়িতে ‘আড্ডা’ দিতে নিষেধ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোবাইল গেমস খেলা ও বাড়িতে আড্ডা দিতে নিষেধ করায় আসাদ খান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে ঘটনা ঘটে। আসাদ ওই গ্রামের খাঁ-বাড়ির ইদন খাঁনের ছেলে।

নিহতের স্ত্রী হনুফা বেগম জানান, প্রতিবেশি নুরুজ্জামানের ছেলে শাহীন তাদের বাড়ির পেছনে বসে প্রায়ই মোবাইল গেমস খেলত। ছাড়া বন্ধু-বান্ধব নিয়ে এসে আড্ডা দিতেন এবং তাদের বাড়ির গাছ থেকে পেয়ারাসহ অন্যান্য ফলমূল নিয়ে যেত। সকালে আসাদ বাজার থেকে ফিরে দেখতে পান শাহীন বাড়ির পেছনে বসে মোবাইলে গেমস খেলছে। এ সময় তাকে অন্য স্থানে চলে যেতে বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন লাঠি দিয়ে আসাদের মাথায় আঘাত করেন।

এতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে আসাদকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে আকলিমা আক্তার বলেন, আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি শহিনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক আরিফুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই আসাদ খানের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

নবীনগর থানার ওসি (তদন্ত) সোহেল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চলছে।