বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, ফেনীতে উত্তেজনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ফেনী প্রতিনিধি :  ফেনীর দাগনভূঞা ও ছাগলনাইয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিএনপির বিক্ষোভ সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি ঘিরে দুই দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে দাগনভূঞা পৌর শহরে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু প্রধান অতিথি থাকবেন। উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সভায় উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা সমাবেশ করবেন।

অপরদিকে ছাগলনাইয়ায় কেন্দ্রীয় কর্মসূচি পালনে বিএনপির বিক্ষোভ সমাবেশ ঠেকাতে গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগ মঙ্গলবার পাল্টা সমাবেশ ডেকেছে। আওয়ামী লীগ সকাল ১০টায় মধুমতি মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করবে বলে গত কয়েকদিন যাবত মাইকে প্রচারণা চালাচ্ছে। বিএনপি পুরাতন আদালত ভবন মাঠ অথবা বধূয়া কমিউনিটি সেন্টারের সামনে দুপুর ২টায় সমাবেশ করার অনুমতি চেয়ে প্রশাসনের নিকট আবেদন করেছে।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আলমগীর বিএ বলেন, কেন্দ্রীয় বিএনপি ঘোষিত জ্বালানি তেল, পরিবহন ভাড়া, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, ভোলা জেলা ছাত্রদল নেতা নুর আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিমের হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা মঙ্গলবার দুপুর ২টায় পুরাতন আদালত ভবন মাঠ অথবা বধূয়া কমিউনিটি সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করার অনুমতির জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি। যেকোনো মূল্যে আমরা বিক্ষোভ সমাবেশ সফল করবো।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।