বিএসএফের গুলিতে আবারো  বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে

গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে আবালু পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আল-আমিন (৩৮)। সে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের জিন্নাত পাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিএসএফের গুলিতে এক ‘চোরাকারবারি’ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের ১০ থেকে ১৫ জন ‘চোরাকারবারি’ বিএসএফকে আক্রমণ করে। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও আল-আমিন নিহত হন। পরে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায়।’