কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের বিভিন্ন মদকদ্রব্য ও চোরাই পথে আসা বিভিন্ন অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন ৬০বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ থেকে ৯ জানুয়ারি সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকা ব্রাহ্মণপাড়ার শশীদল ও সালাদানদী, বুড়িচংয়ের শংকুচাইল, খারেরা, বড়জ্বালা ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ও কসবা উপজেলার কর্ণেলবাজার, মঈনপুর এব মাদলা বিওপির বিজিবি সদস্যরা পৃথকভাবে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, তাদের এসব অভিযানে ২ হাজার ৪৯ কেজি ভারতীয় বাসমতী চাউল, ৬৪ হাজার ৫০০টি বাজি, ৫০৪ বোতল আমুল কুল ড্রিংক, ৩ টি কম্বল, ১ হাজার ৭৩৮ টি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস৷ ৩৬ কেজি কিসমিস, ১ গরু, ৪ হাজার ৯৬৮ কেজি চিনি৷ ৩শো প্যাকেট ফুচকা, ১টি বাইসাইকেল, ১২ হাজার ৩৬০টি টোবাকো জর্দা, ১২ হাজা ৪২০ টি পান মসলা, ২৫ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫২ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদক ও চোরাচালানী মালামাল জব্দ করে আসছে বিজিবি।