বেড়াতে গিয়ে নিহত ৬ জনের জানাজায় মানুষের ঢল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

গাজীপুর থেকে পদ্মা সেতু ও কুয়াকাটা দেখতে গিয়ে নিহত ছয়জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডের কোনাবাড়ী জয়েরটেক এলাকার মাঠে শুক্রবার সকালে এই জানাজায় মানুষের ঢল নামে।

নিহতরা হলেন— গাজীপুরের জয়েরটেক এলাকার মৃত রুহা মিয়ার ছেলে ঠান্ডু মিয়া, জব্বর আলীর ছেলে শহিদুল ইসলাম, তমু মিয়ার ছেলে হাসান মিয়া, হাবিবুর রহমানের ছেলে হারুন বাদশা, উজিরুল মিয়ার ছেলে রুহুল আমীন ও হাসান উদ্দিনের ছেলে আব্দুর রহমান। নিহতদের বয়স ৪০ এর মধ্যে হবে। জানাজা শেষে প্রত্যেককে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বরিশালের উজিরপুর নতুন শিকার এলাকায় মহাসড়কে তাদের বহন করা মাইক্রোবাসের চাকা পাঙচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। এ সময় আহতাবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আমাদের গ্রামে একসঙ্গে এমন মৃত্যু আর কখনো হয়নি। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি।