বৈষম্যমুক্ত সমাজ গঠনে বিতর্ক চর্চাকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে

বিতর্ক কর্মশালায় কুমিল্লা বিতর্ক পরিষদ সভাপতি শাহাজাদা এমরান
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে
বিতর্ক কর্মশালায় কুমিল্লা বিতর্ক পরিষদ সভাপতি শাহাজাদা এমরান

কুমিল্লা বিতর্ক পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান বলেছেন, বিতর্ক একটি শাস্ত্র, একটি সৃজনশীল শিল্প। বিশ্বের শক্তিশালী শিল্প গুলোর অন্যতম। শুধু প্রতিভা থাকলে শিল্পী হওয়া যায় না। অনুশীলনের দ্বারা সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে হয়। বিতর্ক মানুষকে উপলদ্ধি করতে শেখায় তার সীমাবদ্বতা, চিনিয়ে দেয় তার ভুলকে, বুঝতে শেখায় বিরুদ্ধ পক্ষের যুক্তিকে।

সুতরাং বৈষম্যমুক্ত সমাজ বির্ণিমান করতে হলে বিতর্ক চর্চাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। একজন ভালো বিতার্কিকই পারবে একটি সুন্দর ,সাবলিল ও পরিশিলিত সমাজ উপহার দিতে। দেশে যত বেশি বিতর্ক চর্চা হবে , আমাদের যুব সমাজ তত বেশি অন্যায় ,অপরাধ থেকে মুক্ত থাকবে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতাকে বাধ্যতামুলক করা এখন সময়ের দাবি।

সাংবাদিক শাহাজাদা এমরান বুধবার(৬ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের রিলায়েন্স বহুমুখী কলেজ কর্তৃক আয়োজিত বিতর্ক কর্মশালায় কলেজ শিক্ষার্থীদের প্রশিক্ষন দিতে গিয়ে এ কথা বলেন।

রিলায়েন্স বহুমুখী কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদারের সভাপতিত্বে ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সাজেদুজ্জামান সোহাগের সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ব্রাহ্মনপাড়া – বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু। কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইউনুছ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক নাজমুল হাসান,ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফখরুল আলম, ব্যাংকিং বিভাগের প্রভাষক মুকবুল হোসেন প্রমুখ।

প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিক শাহাজাদা এমরান বিতর্কের প্রাথমিক ধাপ নিয়ে আলোচনা করেন। এ সময় অর্ধশতের উপর ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে প্রশিক্ষন গ্রহন করেন।