ব্রাহ্মণবাড়িয়ায় জাল টাকার নোটসহ গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
প্রকাশ: ৪ মাস আগে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল টাকার নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ভূঁইশ্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ৭২ হাজার ৫০০ টাকার জাল নোট পাওয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন সরাইল উপহেলার ভূঁইশ্বর গ্রামের নাসির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (৩০) ও অরুয়াইলের আলী হোসেনের ছেলে মো. ইমন মিয়া (২৩)।

তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।