ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় ধনুমিয়ার বাড়ির পানির ট্যাংক থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহের পরিচয় মিলেছে। ওই যুবকের নাম তালিব মিয়া (২৪)। তিনি শহরের কান্দিপাড়া মায়মলহাটির মৃত রাজা মিয়ার ছেলে।
এর আগে মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ার একটি বাড়ির পানির ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ধারী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কলেজপাড়া এলাকার মরহুম ধনু মিয়ার বাড়ির পানির টেপ দিয়ে রক্তসহ দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছিল। পরে বাড়ির বাসিন্দারা পানির ট্যাংকের ভেতরে গিয়ে দেখেন এক যুবকের অর্ধগলিত লাশ রয়েছে।
এ ঘটনা দেখে বাড়ির বাসিন্দাসহ স্থানীয়রা বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে প্লাস্টিকের পানির ট্যাংক কেটে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে মনে করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।