ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল হোসেন (১৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় তার অপর সহযোগী সালমান মিয়া (২১) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আমোদাবাদ প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় এই ঘটনা ঘটে। তাদের দুজনের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমোদাবাদ প্রাইমারি স্কুলের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় একটি রড অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎতায়িত হয় কামাল।
এ সময় কামালকে বাঁচাতে গিয়ে সালমানও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করে এবং সালমানকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।