ভর্তি পরীক্ষায় কুবি ছাত্রদলের ‘মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিস’

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

ভর্তি পরীক্ষায় কুবি ছাত্রদলের ‘ম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ভর্তি পরীক্ষার্থীদের সেবা প্রদানের জন্য “মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিস” প্রদান করবে কুবি শাখা ছাত্রদল।

১৯ এপ্রিল (শনিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ দুইটি ইউনিটের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে শিক্ষার্থীদের কেন্দ্রে পৌছে দিতে এ সার্ভিসটি চলবে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার বলেন‚ ‘আমরা জানি প্রতিবছর দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী এবং অভিবাবকদের ভোগান্তি পোহাতে হয়।

এজন্য আমরা‚ ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল’ শিক্ষার্থী ও অবিভাবকদের ভোগান্তি লাঘব করতে ‘মরহুম আরাফাত রহমান কোকো বাইক সার্ভিসের’ উদ্যোগ গ্রহণ করেছি। যাতে করে গভীর রাতে আসা শিক্ষার্থী ও অবিভাবকরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে এবং ভর্তি পরীক্ষার দিন কেউ ভুল কেন্দ্রে পৌঁছালে তাকে দ্রুত সঠিক কেন্দ্র পৌঁছাতে পারে। এ লক্ষ্যে মরহুম আরাফাত রহমান কোকো ফ্রি বাইক সার্ভিস কাজ করবে।’