ভর্তি পরীক্ষার্থীদের জন্য ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিস কুবি ছাত্রশিবিরের

মো. মাহমুদুল হাছান রোহান , কুবি।।
প্রকাশ: ২ সপ্তাহ আগে

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষার্থীদের রাতের যাতায়াতের ভোগান্তি কমাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে থাকছে ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিস।

 

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানান শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ ইসলাহী।

 

তিনি জানান, ‘বিভিন্ন দূরবর্তী জেলার শিক্ষার্থীরা রেলে আসার কারণে সাধারণ গভীর রাতে তারা কুমিল্লায় পৌঁছান। এরপর যাতায়াত নিয়ে তারা ভোগান্তিতে পড়ে যান। সেজন্য শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে পারে এ লক্ষ্যেই আমরা শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব।

 

ফ্রি বাস সার্ভিসের শিডিউল হলো,

 

রাত ১১ টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস।

 

রাত সোয়া ১২ টায় রেল স্টেশন থেকে শাসনগাছা-আলেখার চর-কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস।

 

রাত ১ টায় রেল স্টেশন থেকে কান্দিরপাড়-টমছমব্রীজ-পদুয়ার বাজার বিশ্বরোড- কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস,

 

এবং রাত ৩ টায় রেল স্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস পর্যন্ত।

 

উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের এ ইউনিট এবং সি ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে।