ভর্তি পরীক্ষার্থীদের সেবাপ্রদানে রোভার স্কাউট

কুবি প্রতিনিধি।।
প্রকাশ: ৪ দিন আগে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা কার্যক্রমের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন কেন্দ্রে নিয়োজিত ছিলো রোভার স্কাউট সদস্যরা।

 

আজ (২৫ এপ্রিল) কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলে প্রায় ২১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি কেন্দ্রেই স্কাউট সদস্যরা তাদের শৃঙ্খলা রক্ষা কার্যক্রম পরিচালনা করে।

 

এ বিষয়ে মোহাম্মদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট বাবুল মিয়া বলেন‚ ‘স্কাউটদের মূলমন্ত্র সেবাদান। রোভাররা সর্বদা সেবাদান করতে প্রস্তুত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটরাও পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণে এবং পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে সঠিক ভাবে যেতে কাজ করে গিয়েছে। আমরা আমরা গত দুইটি ইউনিটেও সেবা দিয়েছি আজকে বি ইউনিটের পরীক্ষায়ও ১০০ রোভার ১৭ টা কেন্দ্রে ডিউটিসহ রাস্তায় যানজট যাতে না হয় সকলে যথা সময়ে পরীক্ষার কেন্দ্রে যেতে পারে সেসাথে গাড়িওয়ালারা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া না নিতে পারে তা নিয়েও কাজ করেছে। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে সকল কাজ করতে পেরেছি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও আমাদেরকে সকল ক্ষেত্রে পাশে ছিলেন।’

 

এ বিষয়ে রোভার স্কাউটের ইউনিট লিডার ও লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়া উদ্দীন বলেন‚ ‘রোভার স্কাউটের সদস্যরা ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করছে। তারা সকাল ১০ টা থেকে কাজ করছে। পরীক্ষার্থীদের বিভিন্ন সুযোগ সুবিধা আর সিটগুলো দেখিয়ে দেয়া ও ট্রাফিক নিয়ন্ত্রণ করার কাজে নিয়োজিত আছে। রোভার স্কাউট যেকোন কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। আজকে এটারই একটা অংশ হিসেবে তারা দায়িত্ব পালন করছে।’