মথুরাপুর আক্তার আলী মডেল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে

কুমিল্লা সদর দক্ষিণের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মথুরাপুর আক্তার আলী মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কলেজের প্রভাষক সাংবাদিক সোহাইবুল ইসলাম সোহাগ।

 

প্রতিষ্ঠানের উপদেষ্টা মণ্ডলী ডা. কাজী মো. ফজল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খন্দকার আনিসুর রহমান, মো. শহিদুল্লাহ, আবদুর রহমান, কেন্দ্রীয় সমন্বয়ক ইকবাল হোসেন, শাহজালাল মজুমদার প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে সোহাইবুল ইসলাম সোহাগ বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফলাফল করে একটা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং ওই শিক্ষার্থী যদি সমাজের সকল ক্ষেত্রে তার মেধার পরিচয় দেয় তবে সমাজ যেমন উপকৃত হবে তার জীবনও হবে সার্থক।

 

তিনি আরও বলেন, এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফিজ উল্লাহ খোকন প্রবাসে থেকেও প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে তুলছেন। ওনার ও প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করা যাবে না। তাই সমালোচনা কারীরা সমালোচনা করুক। আর তোমরা মেধা দিয়ে মথুরাপুর আক্তার আলী মডেল উচ্চ বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে পড়াশুনায় মননশীল হতে হবে।