মরা মুরগি সরবরাহ, দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ফরিদপুরের ভাঙ্গার মরা মুরগি সরবরাহের অপরাধে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ আড়াইশো কেজি মরা মুরগি মাটির নিচে পুতে ফেলা হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

তিনি বলেন, বিভিন্ন হোটেলে মুরগি সরবরাহ করেন ব্যবসায়ী ওবায়দুর রহমান ও সালাম খালাসী। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে মরা মুরগি সরবরাহের জন্য মালিগ্রাম বাজারে অবস্থান নেন। বিষয়টি চান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেক মোল্লা জানতে পেরে তাদের আটক করে আমাদের খবর দেন।

মাহমুদুল হাসান আরও বলেন, পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় আড়াইশো কেজি মরা মুরগি ভাঙা পৌরসভার ডাস্টবিনের পাশে মাটির নিচে পুতে রাখা হয়।