মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুমিল্লায় মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
প্রকাশ: ৩ মাস আগে

মাদকমুক্ত তারুণ্য চাই এই স্লোগানকে ধারণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কুমিল্লা এর উদ্যোগে ২০২৫ সালের পহেলা জানুয়ারি উদ্বোধন করা হলো মাদক বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫।

এই টুর্নামেন্টের মাধ্যমে প্রথমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সদস্যদের মাঝে টুর্নামেন্টের আয়োজন করা হবে। এরপরে জেলার অন্যান্য দপ্তরের সাথে মাদক বিরোধী আন্তঃ জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এর মাধ্যমে যুব সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা মাদক ও মোবাইল আসক্তি থেকে বিরত থাকবে। এর ফলে সকলের মাঝে মাদক বিরোধী সচেতনতা তৈরি হবে।

আজ বুধবার বিকালে দৈনিক আমাদের কুমিল্লা অফিস প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপ পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া, দৈনিক আমাদের কুমিল্লার ভারপ্রাপ্ত সম্পাদক শাহাজাদা এমরান, ডিএনসি কুমিল্লা কার্যালয়ের পরিদর্শক মোঃ শরিফুল ইসলাম, উপ পরিদর্শক মুরাদ হোসেন, তমাল মজুমদার ও সরকারি প্রসিকিউটর মাসুদ হোসেনসহ ডিএনসি জেলা কার্যালয়ের অনন্য সদস্যবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ও যুব সমাজ উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।