মাদকের স্রোতে অনেক ক্রীড়াবিদকে হারিয়েছি— মেয়র রিফাত

সুফিয়ান রাসেল ।। 
প্রকাশ: ২ years ago

আমি খেলার মাঠের মানুষ, এটা আমার বড় পরিচয়। মেয়র হওয়ার আগে আমি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ছিলাম। যখন কেউ বলে রিফাত খেলার লোক, আমি গৌরব বোধ করি। আমাদের সদর আসনের এমপি মহোদয় একজন ক্রীড়া বান্ধব লোক। তার কণ্ঠের সাথে মিলিয়ে আমরাও বলি, মাদকের বিরুদ্ধে ফুটবল, মাদকের বিরুদ্ধে ক্রিকেট। মাদকের স্রোতে অনেক ক্রীড়াবিদ-অনেক শিক্ষাবিদকে হারিয়েছি। আসুন আমরা মাদকে না বলি। গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বার্ষিক আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগীতা ময়নামতি অঞ্চলের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশন মেয়র আরফানুল হক রিফাত এ কথা বলেন। কুমিল্লা স্টেডিয়ামে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগীতার ব্যবস্থাপনায় ছিলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। ময়নামতি অঞ্চলের ক্রীড়া প্রতিযোগীতায় কুমিল্লা চাঁদপুর ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক নূর মোহাম্মদ, ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মৃনাল কান্তি গোস্বামী।
উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান।