মুরাদনগরে কবি নজরুলের জন্মবার্ষিকী উদ্যাপনে প্রস্তুুতি সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

এন এ মুরাদ ।।  কুমিল্লার মুরাদনগরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে কবি নজরুল মিলনায়তনে জাতীয় কবির জন্মবার্ষিকীকে ঘিরে আলোচনা সভা হয়। সভায় দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, ২৫ মে বুধবার সকাল ১০টায় কবিতীর্থ দৌলতপুরে স্থাপিত কবি নজরুলের মুর‌্যালে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ১০টায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে নজরুল সঙ্গীত প্রতিযোগিতা, সকাল ১১টায় মুরাদনগর সেন্ট্রাল স্কুলে ‘নজরুল চেতনায় স্বাধীনতা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা। ২৭ মে শুক্রবার সাড়ে ৩টায় কবিতীর্থ দৌলতপুরের নজরুল মঞ্চে আলোচনা সভা, বিকাল ৫টায় উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিবৃন্দের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত নজরুল সঙ্গীত ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ।
আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি। প্রধান আলোচক থাকবেন, ঢাকার কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকীর হোসেন। সভাপতিত্ব করবেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।