মেয়াদোত্তীর্ণ সার-বীজ বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ সার, কীটনাশক ও বীজ বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার আখাউড়া উপজেলার মোগড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

জানা যায়, মোগড়া বাজারের মেসার্স আলমগীর ট্রেডার্সে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ১৮ প্যাকেট জিংক সালফেট সার, নয় প্যাকেট কীটনাশক এবং ২০ প্যাকেট বীজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ সার, কীটনাশক ও বীজ বিক্রির অপরাধে ঐ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, মেয়াদোত্তীর্ণ সার, কীটনাশক ও বীজ বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ঐ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ জিংক সালফেট সার, কীটনাশক ও বীজ জব্দ করা হয়।