লক্ষ্মীপুরের পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের ঢল

লক্ষ্মীপুর প্রতিনিধি ।।
প্রকাশ: ১২ মাস আগে

লক্ষ্মীপুরে ঈদ আনন্দে মেতে উঠেছে সব বয়সী মানুষ। ঈদ উপলক্ষে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের প্রথম দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিনোদন কেন্দ্রগুলো।

বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা যায়, শিশু-কিশোরদের সঙ্গে বাবা-মা ও আত্মীয়-স্বজন ঈদের আনন্দ উদযাপন করতে বিনোদন কেন্দ্রগুলোয় ভিড় জমিয়েছিলেন তারা। জেলার সবচেয়ে বিনোদন কেন্দ্র পৌর শিশুপার্ক। নাগরদোলায় ঘুরছে শিশু ও কিশোর কিশোরীরা। ফো ফো শব্দে মুখরিত পুরো শিশুপার্ক। আবার ডিজে গানের তালে নৃত্য করছেন শিল্পরী। দুপুরে এখানে বিনোদনপ্রেমীর ঢল নামে। অসংখ্য নারী-পুরুষ ও শিশুকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

এছাড়া দালাল বাাজর জমিদার বাড়ি, মতিরহাট নদী বিচ, রামগতি আলেকজাডারসহ আশপাশের এলাকায়ও ভিড় করছেন অগণিত মানুষ। গভীর রাত পর্যন্ত এখানে বিনোদনপ্রেমীদের পদচারণ থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

দর্শনার্থী শাহীন বলেন, ঈদের দিনে ঘুরতে খুব ভালো লাগে। তাই পরিবারকে নিয়ে এখানে ঘুরতে এসেছি।

এদিকে বিনোদন কেন্দ্রগুলো উপলক্ষ্য স্থানীয়দের চলছে বেচাকেনা। শিশুদের জন্য বিভিন্ন খেলনা কিনছেন মা-বাবা। আনন্দ ভাগাভাগি করে নিতে যোগ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা রাখার কথা জানিয়েছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী।