শরৎ    

মোঃ এমদাদুল হক ইয়াছিন   
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

নীল আকাশে সাদা মেঘ
ভেসে ভেসে বেড়ায়
মাঝে মাঝে বৃষ্টি হয়
বর্ষা নেয় বিদায়।
সোনালী  রোদ মেঠো পথে
লুকোচুরি খেলে
নদীর তীরের কাশফুলেরা
মাথা দুলিয়ে নাচে।
ভোরবেলাতে শিউলি ঝরে
হৃদয়ে খুশির ছোঁয়া
সবুজ ঘাসেরা গান ধরেছে
শিশিরে হয় ধোয়া।
গাছ-গাছালীর ঘন বন
হাতছানিয়ে ডাকে
কৃষক মাঠের ধান শিশুরা
মুচকি মুচকি হাসে।
শরৎ তুমি রূপের রানী
তোমায় ভালোবাসি
তোমার প্রেমে সাড়া দিয়ে
কবিতাটি লিখি।