শাহরাস্তি পৌরসভা উন্নয়ন বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ শাহরাস্তি পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের ৬২ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌরসভার হলরুমে জনাকীর্ণ আলোচনা সভায় পৌর মেয়র আলহাজ আব্দুল লতিফ এ বাজেট ঘোষণা করেন। বক্তব্যে তিনি শাহরাস্তি পৌরসভা ভৌত অবকাঠামো উন্নয়নে নেওয়া কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া পানি বিদ্যুৎ জলাবদ্ধতা , ডেঙ্গু করোনা, ম্যালেরিয়া, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে বাজেটে গুরুত্ব আরোপ করেন।এবারের ২০২২-২৩ অর্থবছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে। যার মধ্যে সর্বমোট রাজস্ব আয় আয় ধরা হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ ১০ হাজার টাকা, একই সঙ্গে ব্যয় ৬২ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা এতে উদ্বৃত্ত বাজেট ২১ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে।এবারের বাজেটে রাজস্ব আয় ৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা এবং রাজস্ব ব্যয়ের খাত ৯ কোটি ০১ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে রাজস্ব খাতে উন্নয়ন আয় ৫২ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকা, এতে উন্নয়ন খাতে ব্যয় ৫২ কোটি ২২ লাখ ৭০ হাজার টাকা। সর্বমোট রাজস্ব বাজেট ৯ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকা। মোট উন্নয়ন বাজেট ৫৩ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। মূলধন হিসেবে ৯৬ লাখ ৫০ হাজার এটির ব্যয় ৯০ লাখ ৪০ হাজার উদ্বৃত্ত ৬ লাখ ১০ হাজার টাকা ধরা হয়। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিব তোফায়েল আহামদ শেখ, সহকারী প্রকৌশলী নেয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, সার্ভেয়ার সাইদুর রহমান প্রমুখ। অত্র পৌরসভার প্যানেল মেয়র সহ ১২ টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ অত্র কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মকবুল আহমেদ, আব্দুল কুদ্দুস রানা,মোঃ মিজানুর রহমান, মিজানুর রহমান মোল্লা,শাহাব উদ্দিন আলম, তুষার চৌধুরী রাসেল, মোঃ দেলোয়ার হোসেন,শাহনেওয়াজ, বাবু পহল্লাদ দে, আবুল কাশেম, জয়নাল আবেদীন মোল্লা, মোহাম্মদ আজাদ হোসেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া আক্তার, রাবেয়া বসরী বকুল, জাহানারা আক্তার পুতুল, শাহানা সুলতানা পান্না। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পৌরসভার বিশিষ্ট নাগরিক, অত কার্যালয় বিভিন্ন শ্রেণী পেশার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।