শিক্ষাকতা একটি মহান পেশা। একটি উন্নত আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষিত জাতি গঠনে শিক্ষকরা সব চেয়ে বেশী ভূমিকা রাখেন। পরম শ্রদ্ধেয় শিক্ষকদের তাই সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে হবে। দেশে সকল স্তরের শিক্ষকতাকে যেন প্রথম শ্রেণীর পেশা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। তাহলে দেশের সর্বোত্তম মেধাবীরাও এ পেশায় আসায় উৎসাহীত হবেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ দেবিদ্বার সরকারী রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর ও সকারী শিক্ষক জামাল মোহাম্মদ কবিরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ওই বক্তব্য তুলে ধরেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদারের সভাপতিত্বে এবং শিক্ষক অলিউল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মিতা বেগম, আজিজুর রহমান, মো. মোশাররফ হোসেন, মো. আতিকুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী অধ্যাপক মো. জাকির হোসেন, কবি মো. সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন সাগর, মো. তমিজ উদ্দিন, ডাঃ মো. আল আমিন, বর্তমান শিক্ষার্থী তাছিম তৌকি আরিফ, তাবাসসুম মিনহা প্রমূখ।
এর আগে বিদ্যালয়ের বিএনসিসি ও স্কাউট দল বিদায়ী দুই শিক্ষককে শিক্ষককে গার্ড অব অনার প্রদান করে। পরে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নানা উপহারসামগ্রী প্রদান করা হয়।
বিদায়ী দুই শিক্ষক তাদের ৩৩ বছরের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ এবং শিক্ষার্থীদের প্রতি নানা উপদেশ মুলক বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে নানা রঙ্গের ফুলে সুসজ্জিত একটি গাড়িতে করে প্রিয় শিক্ষকদ্বয়কে বাড়ি পৌঁছে দেয়া হয়। এসময় হাসনাত আব্দুল্লাহসহ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের একটি দল পায়ে হেঁটে গাড়িটি এগিয়ে দেন।