ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরুতর আহত ওই যুবক এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। বুধবার (১৯ মার্চ) রাতে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। আটক খালেদ বিটঘর গ্রামের আনিছ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, বুধবার বিকালে বিটঘর গ্রামের সাত বছর বয়সী ওই শিশুটিকে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নিয়ে ২৫ বছরের যুবক আব্দুল খালেদ ধর্ষণের চেষ্টা চালায়। এসময় স্থানীয় লোকজন ঘটনাটি আঁচ করতে পেরে খালেদকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় খালেদকে উদ্ধার করে। পরে তার অবস্থার অবনতি হলে, তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়।
নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক আজ সকালে কালের কণ্ঠকে বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা নবীনগর থানায় মামলা করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ হাসপাতালে পাঠানো হবে।
আর গ্রেপ্তার হওয়া যুবক খালেদ পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।’