শ্রীলংকায় স্পিকারকে প্রেসিডেন্ট করতে সম্মত সর্বদলীয় নেতারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

শ্রীলংকায় চলমান বিক্ষোভ ও আন্দোলনের মধ্যে দেশটির পার্লামেন্টের স্পিকার ইয়াপা আবেবর্ধনেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করার বিষয়ে সম্মত হয়েছেন সর্বদলীয় নেতারা।

বুধবার দেশটির সর্বদলীয় নেতাদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর এনডিটিভির।

পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের আনুষ্ঠানিক পদত্যাগের দাবিও ওঠে প্রধান বিরোধী দল এসজেবি ও এসএলএফপিসহ সর্বদলীয় নেতাদের বৈঠকে।

ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাওয়া দক্ষিণ এশিয়ার এই দ্বীপরাষ্ট্রটির প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের পদে রনিল বিক্রমাসিংহে ও গোতাবায়া রাজাপাকসের ওপর পুরোপুরি আস্থা হারিয়েছেন বিরোধীদলীয় নেতারা।

বিরোধী দল এসজেবি ও এসএলএফপির নেতারা এর আগেও রনিল ও গোতাবায়াকে ব্যর্থ উল্লেখ করে তাদের পদত্যাগের দাবি জানিয়েছিলেন।

সেই সঙ্গে সংকটময় এই সময় সবার কাছে গ্রহণযোগ্য স্পিকারকে শ্রীলংকার দায়িত্ব হাতে নেওয়ারও আহ্বান জানিয়েছেন।

বুধবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ারশেলে আহত এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এ ছাড়া বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ৭৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একজন পুলিশ কর্মকর্তাও গুরুতর আহত হয়েছেন।

এদিকে ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে সংঘর্ষে আহত ৪২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে বুধবার সকালে বিক্ষোভের মুখে দেশটির পদত্যাগী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে একটি সামরিক উড়োজাহাজে করে মালদ্বীপে আশ্রয় নিলেও সেখানে প্রবাসী শ্রীলংকানদের তোপের মুখে পড়েন। এবার মালে থেকে তিনি সিঙ্গাপুরে গেছেন বলে জানা গেছে।